
২২ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। ঐতিহাসিক এই জাদুঘর থেকে চুরি হয়েছে নেপোলিয়ন যুগের রাজপরিবারের অমূল্য গহনা ও অলংকার। চুরির ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে জাদুঘরটি আবার খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার সকালে চারজন মুখোশধারী চোর শ্রমিক সেজে জাদুঘরে প্রবেশ করে। তারা একটি ট্রাকে থাকা মেকানিক্যাল লিফট (ভাঁজযোগ্য মই) ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির জানালা কেটে ভেতরে ঢোকে। পুরো ঘটনাটি ঘটে আট মিনিটেরও কম সময়ে, যা প্রমাণ করে এটি ছিল অত্যন্ত পরিকল্পিত ও সংগঠিত একটি অভিযান। চোরেরা ভেতরে ঢুকে কাচের বাক্সে সংরক্ষিত রাজকীয় গহনা ও অলংকার নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া...