যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি কেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টােবর) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই হামলাকে “সফল আঘাত” বলে উল্লেখ করেছেন, যা রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। তবে তারা জানিয়েছে, এই “বৃহৎ হামলার” পূর্ণ ফলাফল এখনো মূল্যায়নাধীন। খবর বিবিসির। হামলার কয়েক ঘণ্টা পরই রাশিয়া পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। এতে ছয়জন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলায় কিয়েভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রিপোর্টে বলা হয়, রাশিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কিয়েভ শহরে হামলায় দুইজন নিহত হন, আর আশপাশের এলাকায় এক নারী ও দুই শিশু...