২২ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০১:০৫ পিএম ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে রোববার (১৯ অক্টোবর) দিনের আলোয় চুরি হয়েছে প্রাচীন রাজকীয় ‘অমূল্য’ গহনা। ফরাসি প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, চুরি হওয়া আটটি গহনার মধ্যে ছিল কুইন মেরি-আমেলি ও কুইন হর্টেন্সের তিয়ারা ও কানের দুল। চুরির মূল্য প্রায় ৮৮ মিলিয়ন ইউরো বা ১০২ মিলিয়ন ডলার হিসেবে অনুমান করা হয়েছে। প্রসিকিউটর লোরে বেকো জানিয়েছেন, অর্থনৈতিক ক্ষতির তুলনায় এই চুরির ঐতিহাসিক ক্ষতি অনেক বেশি গুরুতর। চুরির ঘটনা ঘটেছে ল্যুভরের অ্যাপোলো গ্যালারিতে, যেখানে ফ্রান্সের বাকী রাজকীয় গহনাগুলি সংরক্ষিত। চারজন মুখোশধারী চোর ক্রেন ব্যবহার করে উপরের জানালা ভেঙে প্রবেশ করে। তারা মাত্র সাত মিনিটের মধ্যে দিনের আলোয় চুরি সম্পন্ন করে এবং মোটরসাইকেলে পালিয়ে যায়। চুরির সময় সম্রাজ্ঞী ইউজিনির রাজ মুকুট (ক্রাউন)...