ভারতে আশঙ্কাজনকভাবে কমছে উটের সংখ্যা। ১৯৭৭ সালের গণনার তুলনায় দেশটিতে উটের সংখ্যা ৭৭ শতাংশ কমেছে বলে জানা গেছে। এভাবে চলতে থাকলে পরবর্তী কয়েক দশকে ভারতের মাটিতে উট প্রায় বিলুপ্ত এক প্রাণিতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দেশটিতে সবচেয়ে বেশি উট রয়েছে রাজস্থানে। তারপর গুজরাট। মূলত ভারতে পাঁচ প্রজাতির উট পাওয়া যায়। থর মরুভূমিতে থাকে বিকানেরি, মেওয়ারি আর জয়সলমেরি উট। গুজরাটে কচ্ছের রন অঞ্চলে পাওয়া যায় কচ্ছি ও খাড়াই প্রজাতি। রনের বাসিন্দা হওয়ায় এরা এবার সাঁতারে খুব পটু। পাঁচ প্রজাতির সংখ্যাই হু হু করে কমছে। এছাড়াও লাদাখে পাওয়া যায় ব্যাকট্রেন ক্যামেল নামের বিশেষ আরেকটা প্রজাতি। এদের পিঠে দুটো কুঁজ থাকে। এমনিতেই বিপন্ন প্রাণীর তালিকায় থাকা প্রজাতির সদস্য তিনশর নিচে নেমে গেছে। উটের সংখ্যা কমে আসার বড় কারণ হচ্ছে, পশুপালক...