আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ :তিন হাজার টাকা ঘুষ নেওয়ার ব্যাপারে আমি অবগত নই। যদি কেউ এমন করে থাকে এবং প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টিকে পুরোপুরি ডিজিটালাইজ করার উদ্যোগ নিচ্ছি। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) স্ক্যানিংয়ের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। ঢাকা পোস্ট : ঢাকায় লক্করঝক্কর বাসের সংখ্যা অনেক। কেন এমন পরিস্থিতি? আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ :ঢাকায় পাঁচ লাখ বাস রেজিস্ট্রেশন দেওয়া থাকলে, বাস্তবে এর দ্বিগুণ বাস সড়কে চলছে। আমাদের সড়কের তুলনায় বাসের সংখ্যা বেশি, আবার যাত্রীদের চাহিদাও অনেক। ফলে বাস রিপ্লেসমেন্ট না করে এগুলো সড়ক থেকে সরানো যাচ্ছে না। অন্যদিকে, ডাম্পিং করে রাখার জায়গাও নেই। আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। উত্তরা ও আগারগাঁওয়ে আমাদের দুটি ডাম্পিং স্টেশন আছে। গত মাসেই ৩৬৪টি...