মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠকের আপাতত কোনও সম্ভাবনা নেই। ইতোমধ্যে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে মস্কোর আপত্তিকে ঘিরে মঙ্গলবার (২১ অক্টোবর) দুই নেতার পূর্বনির্ধারিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। ফলে আলোচনার মাধ্যমে সংকট নিরসন প্রক্রিয়া এখনও অনিশ্চয়তার চক্রে ঘুরপাক খাচ্ছে। হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে শিগগিরই কোনও বৈঠকের পরিকল্পনা নেই। ওই কর্মকর্তার মন্তব্যের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে ফোনে একটি 'গঠনমূলক' আলাপ হয়েছে বলে জানা গেলেও, ট্রাম্প-পুতিন সরাসরি বৈঠক থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন, পুতিনের সঙ্গে শিগগিরই হাঙ্গেরিতে সাক্ষাৎ করবেন তিনি। সমস্যা হচ্ছে, ইউক্রেনে ভূখণ্ড দখলের দাবিতে পুতিনের দিক থেকে কোনও নড়চড় নেই। মস্কোর দীর্ঘদিনের দাবি,...