
আফগানিস্তানের রাজধানী কাবুলে ৪ বছর পর পুনরায় দূতাবাস খুলেছে ভারত। দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে ওঠার পর মঙ্গলবার এটি খুলে দেওয়া হয় বলে রয়টার্স জানিয়েছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দূতাবাস চালুর এই সিদ্ধান্ত–পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে কাবুলের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে দিল্লির দৃঢ় সংকল্পকে তুলে ধরে। সম্প্রতি...