
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন পুরো মহাদেশে ছড়িয়ে পড়ার শঙ্কায় বিশ্লেষকরা। দুই দেশ যুদ্ধে জড়ালে আশপাশের দেশগুলো শরণার্থী সংকটে পড়বে। এছাড়া কূটনৈতিক সম্পর্কেও চিড় ধরতে পারে। বিশ্লেষকদের আরও ধারণা, ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা আরও বাড়াবে। ভেনেজুয়েলায় মানবাধিকার লঙ্ঘন বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা তাদের। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়ছে। মাদকবিরোধী অভিযানের নামে এরই মধ্যে কয়েকবার ভেনেজুয়েলার জাহাজে হামলাও করেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এ আক্রমণ শুধু আন্তর্জাতিক আইনই নয়, মার্কিন সংবিধানেরও লঙ্ঘন। মার্কিন ভূখণ্ড বা সেনাদের ওপর সরাসরি আক্রমণ না হলে কংগ্রেসের অনুমতি ছাড়া সেনা মোতায়েনের অধিকার নেই প্রেসিডেন্টের। এদিকে, লাতিন আমেরিকার দেশটিতে গোপন স্থল অভিযান চালাতে সিআইএকে অনুমতি দিয়েছেন ট্রাম্প।...