
উত্তর কোরিয়া বুধবার (২২ অক্টোবর) পূর্ব উপকূলের দিকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি কয়েক মাস পর দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার (প্রায় ২১৭ মাইল) অতিক্রম করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, সামরিক বাহিনী অতিরিক্ত উৎক্ষেপণের সম্ভাবনা বিবেচনায় পর্যবেক্ষণ বৃদ্ধি করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য বিনিময় করে সতর্ক অবস্থান নিয়েছে। এর আগে, চলতি বছরের ৮ ও ২২ মে উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে স্বল্প-পাল্লার ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এবারের উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর দায়িত্ব নেওয়ার পর প্রথম। উৎক্ষেপণটি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের ঠিক এক সপ্তাহ আগে ঘটে। সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতারা। বিশেষজ্ঞরা পূর্বেই সতর্ক করেছিলেন যে,...