ঢাকা: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি ইসরায়েলে পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে অংশ নেন।সাংবাদিকদের সঙ্গে আলাপে ভান্স জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। সংবাদ সম্মেলনে তিনি মূলত ইসরায়েলের পক্ষে অবস্থান নেন এবং গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মরদেহ নিয়ে কথা বলেন।ভান্স বলেন, “জিম্মিদের মরদেহ হাজার হাজার টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর মধ্যে কয়েকটি মরদেহ কোথায় আছে, তা কেউ জানে না। তাই মরদেহগুলো খুঁজে বের করতে সময় লাগবে।”তবে ইসরায়েলি সেনাদের হামলায় ভবন ধসে যে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকে আছে সে ব্যাপারে তিনি একটি কথাও বলেননি।সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেছেন, ইসরায়েলে ভান্স যে...