আল্লাহ তায়ালা কুরআনে জান্নাতের বর্ণনা দিয়েছেন—যেখানে থাকবে চিরস্থায়ী সুখ, প্রশান্তি ও অপরিসীম নাজাত। জান্নাতের মানুষ সেখানে পাবে ফলমূল, মাংস ও বিশুদ্ধ পানীয়, যা কখনও শেষ হবে না। সেখানে নেই ক্লান্তি, নেই কষ্ট, নেই দুঃখের ছোঁয়া। তবে কুরআন ও তাফসিরের আলোকে আমরা জানতে পারি, আল্লাহ তার কিছু প্রিয় বান্দাকে দুনিয়াতেই এমন এক বিশেষ রিজিক দান করেছেন—যা জান্নাতীয় খাবারের অনুরূপ। অর্থাৎ, এমন রিজিক যা মানবিক প্রচেষ্টা ছাড়াই সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। এই অলৌকিক অনুগ্রহপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে মহীয়সী ব্যক্তিত্ব ছিলেন নবী ঈসা (আ.)-এর মা মরিয়ম (আলাইহাস সালাম)। মরিয়ম (আ.)—যিনি দুনিয়াতেই জান্নাতের রিজিক পেয়েছিলেন কুরআনের বর্ণনায় আমরা পড়ি—যখনই জাকারিয়া (আ.) তার মেহরাবে প্রবেশ করতেন, তিনি মরিয়মের কাছে রিজিক দেখতে পেতেন। তিনি বলতেন, ‘হে মরিয়ম! এগুলো তোমার কাছে কোথা থেকে আসে?’ তিনি বলতেন, ‘এগুলো...