ইতালিতে জন্মহার আরও কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে চলেছে। এতে দেশটির জনসংখ্যা সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে ইতালির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (আইএসটিএটি)। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়, যা উদ্ধৃত করেছে বার্তা সংস্থা রয়টার্স। আইএসটিএটির তথ্যমতে, ২০২৪ সালে ইতালিতে মাত্র ৩ লাখ ৭০ হাজার নবজাতকের জন্ম হয়েছে যা ১৮৬১ সালে দেশটি একীভূত হওয়ার পর থেকে সর্বনিম্ন। এটি টানা ১৬তম বছর, যখন ইতালিতে জন্মহার হ্রাস পেয়েছে। ২০২৫ সালের প্রথম সাত মাসেও এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এই সময়ে ১ লাখ ৯৮ হাজারের কম শিশু জন্ম নিয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৩ শতাংশ কম। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রজনন হারও আরও কমে দাঁড়িয়েছে ১.১৩-তে— যা গত বছরের রেকর্ড নিম্ন ১.১৮ থেকেও...