প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়ার আগেই মানুষ তেল তুলতে ভিড় জমায়। ঠিক তখনই জ্বালানিতে আগুন ধরে যায় এবং বিকট শব্দে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। আগুনের তীব্রতায় অনেকের দেহ পুড়ে অঙ্গার হয়ে যায়, কয়েকজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সাংবাদিকদের বলেন, “বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন। দুর্ভাগ্যজনকভাবে, তারা বিস্ফোরণের কেন্দ্রে আটকা পড়ে যান।” ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলছে। তিনি বলেন, “দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ অব্যাহত আছে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগছে, আর ব্যস্ত মহাসড়কে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।” স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় বহু...