এফআরএসসির সেক্টর কমান্ডার আইশাতু সা’আদু জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং তেল চুইয়ে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই পেট্রলে আগুন ধরে যায় ও বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ দগ্ধ হন, নিহতদের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে তেল ও গ্যাস পরিবহনের জন্য পর্যাপ্ত পাইপলাইন অবকাঠামো না থাকায় পেট্রলিয়াম পণ্য প্রধানত সড়কপথে পরিবহন করা হয়। তবে সড়কগুলোর বেহাল অবস্থা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষের প্রাণহানি হয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৫...