
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ‘কুকুর তিহার’ অনুষ্ঠিত হয়। কুকুর তিহারে নেপালের ঘরে ঘরে আর পথে পথে সাজানো-গোছানো কুকুরদের দেখা মেলে। কোনোটির মাথায় টিকা, কোনোটিকে সাজানো হয় ফুল দিয়ে, কুকুরদের জন্য স্পেশাল খাবারের আয়োজন করা হয়। এদিন পথকুকুরদের জন্যও থাকে খাবারের ব্যবস্থা।আরো পড়ুন:নেপালের রাজনৈতিক উত্থান-পতনের ইতিহাসনেপালে থাকা বাংলাদেশিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ নেপালে থাকা বাংলাদেশিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ হিন্দু ধর্মমতে, কুকুরকে মনে করা হয় মৃত্যুর দেবতা বা যমের দূত। কুকুর আত্মার পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এই বিশ্বাস থেকেই শতাব্দী ধরে চলে আসছে ‘কুকুর তিহার’। দেবতার দূত হিসেবে নয়, বরং বিশ্বস্ত সঙ্গী...