মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি চরম নাটকীয়তার জন্ম দিয়েছে। নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে হেরেছে বাংলাদেশ। কালো মাটির স্পিন নির্ভর উইকেটে ম্যাচ শুরুর থেকেই একের পর এক নতুন রেকর্ডের দেখা মিলেছে। উত্তেজনায় ভরা এই ম্যাচ নির্ধারিত ৫০ ওভারে টাই হলে প্রথমবারের মতো সুপার ওভারে গড়ায় বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ। তবে রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এদিন মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ তোলে ২১৩ রান। জবাবে ক্যারিবীয়দের সংগ্রহও ছিল একই। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ১১ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় বাংলাদেশে। ৬ বলের জায়গায় সব মিলিয়ে ৯ বল হলেও তিন ব্যাটার সৌম্য সরকার, সাইফ হাসান ও নাজমুল হোসন শান্ত সেই রান তুলতে পারেননি। ফলে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম সুপার...