
২২ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপনের সময় একটি কিশোরীর মন্তব্য সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। সে গাজার মানুষের প্রতি নির্মমভাবে তামাশা করে বলেছেন, “এ পর্যন্ত দিল্লিতে দেখেছি সবচেয়ে শব্দযুক্ত দীপাবলি। যদি গাজার মানুষ এখানে থাকত, তারা মনে করত যেন তারা নিজের দেশে।” এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই কিশোরীর কন্ঠ এবং বার্তাকে অবমাননাকর হিসেবে দেখেছেন। বিশেষ করে গাজা অঞ্চলের মানুষরা যে দীর্ঘদিন ধরে সংকট ও যুদ্ধের মধ্যে জীবনযাপন করছেন, তাদের প্রতি এই ধরনের কটূ মন্তব্যকে অসম্মানজনক মনে করা হচ্ছে। কিশোরী এই মন্তব্য দীপাবলির আনন্দ এবং উৎসবের সঙ্গে তুলনা করার চেষ্টা করলেও, তা অনেকে...