
এছাড়া ট্রাম্পের দাবি, ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে বলে মোদি তাকে আশ্বস্ত করেছেন। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয়ে কথা বলেছি, তবে আলোচনার বড় অংশজুড়ে ছিল বাণিজ্য।” তিনি আরও জানান, আলোচনায় জ্বালানির বিষয়ও এসেছে এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে। ট্রাম্প বলেন, “তিনি (মোদি) রাশিয়া থেকে খুব বেশি তেল কিনতে যাচ্ছেন না। তিনি যেমন চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও তাই চাই।” বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা দেশ হলো ভারত ও চীন। সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের প্রতি চাপ বাড়িয়েছেন ট্রাম্প। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে...