শত্রুপক্ষকে যুদ্ধক্ষেত্রে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভারত। দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিকে আরও উন্নত করতে নরেন্দ্র মোদি সরকারের লক্ষ্য পূরণের অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় ১০০০০ কোটি টাকার বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই অত্যাধুনিক সিস্টেম শত্রুপক্ষের ছোড়া মিসাইল, ড্রোন, যুদ্ধবিমানসহ বিভিন্ন হুমকি মোকাবিলায় সক্ষম। সূত্রে জানা যায়, ভারতীয় বিমানবাহিনী ইতোমধ্যেই এই সিস্টেমের মাধ্যমে পাকিস্তানের আকাশে সাম্প্রতিক সংঘর্ষে ৫ থেকে ৬টি যুদ্ধবিমান এবং একটি গুপ্তচর বিমানকে হুঁশিয়ার করেছে। বিশেষজ্ঞদের মতে, এই খরচ এবং ক্ষমতা বৃদ্ধির ফলে পাকিস্তানের সামরিক পরিকল্পনায় নতুন চাপে পড়বে এবং আকাশে আগ্রাসন কার্যত কঠিন হয়ে উঠবে। প্রসঙ্গত, ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের জন্য মোট পাঁচটি স্কোয়াড্রন এস-৪০০ আসার কথা ছিল। এর মধ্যে তিনটি স্কোয়াড্রন ইতিমধ্যেই বিতরণ...