ফুটবল মাঠে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোচের, ক্রিকেটে তেমন অধিনায়ক। ফুটবলে কোচের একটি ভুল সিদ্ধান্ত জেতা ম্যাচ হারিয়ে দিতে পারে, তেমনই ক্রিকেটে হারিয়ে দিতে পারে অধিনায়কের ভুল। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের অধিনায়ক হিসেবে কি তার কাজটা ঠিকঠাক করতে পারছেন? সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর কিন্তু সেই প্রশ্ন উঠছে জোরেসোরে। মিরাজের নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে বাংলাদেশ। খেলাটা আফগানদের পরিচিত কন্ডিশন আবুধাবিতে হওয়ায় হয়তো মিরাজ ততটা সমালোচিত হননি। কিন্তু আফগানদের বিপক্ষে একটি ম্যাচও জিততে না পারার দায় কি অধিনায়ক এড়াতে পারেন? ক্রিকেট ক্যাপ্টেনস গেম। এখানে বড় বড় অনেক সিদ্ধান্ত নিতে হয় অধিনায়ককে। শুধু মাঠেই নয়, দল নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অধিনায়কের। মিরাজ কি সেখানে যোগ্যতার প্রমাণ দিতে পারছেন? শেষের দিক থেকেই শুরু করা যাক।...