গতকাল চ্যাম্পিয়ন্স লিগে গোলের তুবড়ি ছুটেছে। সব আলো কেড়ে নিয়েছে মূলত প্যারিস সেন্ত জার্মেই। তারা বায়ার লেভারকুসেনের মাঠে জিতেছে ৭-২ গোলের বিশাল ব্যবধানে। বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা, পিএসভিও। কাতালানরা অলিম্পিয়াকোসকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। পিএসভি নাপোলিকে বিধ্বস্ত করেছে ৬-২গোলে। এদিন মোট ৯ ম্যাচে ৪৩টি গোল হয়েছে। তবে পাদপ্রদীপের আলোয় ছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। প্রথমার্ধেই দাপট দেখায় তারা। উইলিয়ান পাচো ও খিচা কাভারাস্কেইয়ার গোলের মাঝে দু’বার জালের দেখা পান দেজিরে দুয়ে। লেভারকুসেনের আলেহান্দ্রো গ্রিমালদো একটি পেনাল্টি মিস করলেও আলেইক্স গার্সিয়া স্পট কিক থেকে একটি গোল শোধ করেন। প্রথমার্ধে অবশ্য উভয় দলই একজন করে খেলোয়াড় হারিয়েছে। লেভারকুসেনের রবার্ট আন্দরিশ ও পিএসজির ইলিয়া জাবারনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বিরতির পরপরই নুনো মেন্দেস পিএসজির পঞ্চম গোল করেন। গার্সিয়া ব্যবধান কমিয়ে আনেন ৫-২ গোলে।...