স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মঙ্গলবার (২১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে সমান ২১৩ রান করে ম্যাচ টাই করে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টাই হওয়া ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ১০ রান করে। জবাবে ১ উইকেটে ৯ রান করে হেরে যায় বাংলাদেশ। সুপার ওভারে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ ৭৪ রানে জিতেছিল বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোন আন্তর্জাতিক ম্যাচ টাই হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক বাংলাদেশ। দলকে ২৮ বলে ২২ রানের শুরু এনে দিয়ে বিচ্ছিন্ন হন সাইফ হাসান ও...