প্রথমার্ধের মাঝামাঝি সময় পর্যন্ত ম্যাচটা ছিল একেবারে সমানতালে। দুই দলই তখন ১০ জনে নেমে এসেছে, সমতা ফিরিয়ে লেভারকুজেনের খেলোয়াড়রাও যেন কিছুটা সাহস পেয়েছিলেন।কিন্তু এরপর যেন ঝড় নেমে এলো পিএসজি থেকে। বাকি সময়টা পুরোপুরি ক্লাবটির আধিপত্যে ডুবে গেল বায়ার লেভারকুজেন। চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবার রাতের এই ম্যাচে বায়ার লেভারকুজেনকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠে এমন পরাজয় লেভারকুজেন নিশ্চয় দীর্ঘদিন মনে রাখতে চাইবে না। এ জয়ে তিন ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখেছে পিএসজি। নয় পয়েন্ট নিয়ে তারা গ্রুপে শীর্ষে, গোল ব্যবধানে পিছিয়ে ইন্টার মিলান ও আর্সেনাল রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। চোট কাটিয়ে ফেরা উসমান দেম্বেলেকে বেঞ্চে রেখে শুরু করেছিল পিএসজি। কিন্তু শুরুতেই তারা জানিয়ে দেয়, কারা মাঠের মালিক। সপ্তম মিনিটে কর্নারের সুযোগ থেকে নুনো...