ঢাকা: পেরুর প্রেসিডেন্ট হোসে জেরি মঙ্গলবার রাজধানী লিমা ও পার্শ্ববর্তী কলিয়াও প্রদেশে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর মূল উদ্দেশ্য দেশজুড়ে বাড়তে থাকা অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া।টেলিভিশন ভাষণে তিনি বলেন, "আমরা এখন আত্মরক্ষার অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে অপরাধের বিরুদ্ধে লড়াই শুরু করছি। এই যুদ্ধ আমাদের শান্তি, স্থিতি এবং লাখ লাখ পেরুবাসীর বিশ্বাস পুনরুদ্ধারে সহায়তা করবে।"এই মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে ক্ষমতাচ্যুত করে হোসে জেরি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। নতুন মন্ত্রিসভা গঠন করে তিনি অপরাধ দমনকে সরকারের প্রধান অগ্রাধিকার ঘোষণা করেন।এক সপ্তাহ আগে সংঘটিত বিক্ষোভের পর এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যেখানে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছিল।জেরি জানান, এই জরুরি অবস্থার আওতায় মধ্যরাতের পর থেকে সেনাবাহিনী ও পুলিশ একযোগে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে। তবে তিনি...