শেষ পর্যন্ত বাতিল হলো ইন্টার মায়ামির স্টেডিয়ামে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচটি। আগামী ২০ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা হতো স্পেনের বাইরে প্রথম লা লিগা ম্যাচ। তবে অব্যাহত প্রতিবাদের মুখে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে লা লিগা কর্তৃপক্ষ। আবার শোনা যাচ্ছে আর্থিক সংকটের কথাও। গত আগস্টে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ম্যাচটি মায়ামিতে সরিয়ে নেওয়ার অনুমোদন দিলেও, স্পেনে এর বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি প্রতিবাদস্বরূপ দেশটির ফুটবলাররা লা লিগার ম্যাচ শুরুর প্রথম ১৫ সেকেন্ড কোনো নাড়াচড়া না করে দাঁড়িয়ে ছিলেন। প্রোমোটার প্রতিষ্ঠান রিলেভেন্ট জানিয়েছে, পর্যাপ্ত প্রস্তুতির সময় না থাকায় ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। লা লিগা এক বিবৃতিতে বলেছে, স্পেনের ভেতরের ‘অনিশ্চয়তা’ এবং ‘সমন্বয়ের জটিলতা’র কারণেই এই সিদ্ধান্ত। ফলে ম্যাচটি এখন...