নতুন অধ্যায়ের শুরুটা ভালো হয়নি ভিরাট কোহলি ও রোহিত শার্মার। তাদের শেষের শুরু নিয়ে আলোচনাও কম নেই। তবে ভারতের দুই ব্যাটিং গ্রেটের পথচলার শেষ সহসাই হবে না বলে মনে করেন রিকি পন্টিং। ২০২৭ বিশ্বকাপেও এই দুজনকে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। চলতি অস্ট্রেলিয়া সফর থেকে শুরু হয়েছে ভারতের ওয়ানডে ক্রিকেটের নতুন যুগ। ২০২৭ বিশ্বকাপে তাকে অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিতকে। পুরোনো দুই সৈনিক নতুন যুগেও আপাতত আছেন দলে। তবে কতদিন থাকতে পারবেন, সেই প্রশ্ন উঠছে বারবারই। ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলির ৩৮। ক্যারিয়ারের যে পর্যায়ে তারা আছেন, কয়েকটি ম্যাচের ব্যর্থতা তাদের বড় প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে। অস্ট্রেলিয়া সফরে প্রথম ওয়ানডেতেই যেমন, ব্যর্থ হয়েছেন দুজনই। সাত মাসের বেশি সময় পর ভারতের জার্সিতে...