চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের জয়রথ যেন থামতেই চাইছে না। টুর্নামেন্টে টানা তিন জয়ের দেখো পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গ্রুপ পর্বে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে হারিয়ে পয়েন্ট টেবিরের শীর্ষস্থানটা আরও মজবুত করল ফরাসি ক্লাবটি। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঘরের মাঠে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে রেভাকুসেন। এদিন ম্যাচের প্রথমার্ধেই নাটকীয়তা, উত্তেজনা আর গোল সবই দেখা গেছে। প্রথমার্ধেই দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, আর সেই সুযোগের পুরোটা কাজে লাগিয়ে গোল উৎসব শুরু করে পিএসজি। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই নুনো মেন্দেসের পাসে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নেন উইলিয়ান পাচো। এরপর ম্যাচের ৩৩ মিনিটে রবার্ট আনড্রিখ ও ৩৭ মিনিটে ইলিয়া জাবারনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুদলই পরিণত হয় ১০ জনের দলে। ৩৮ মিনিটে...