একটা দিক থেকে মেহেদী হাসান মিরাজ ভাগ্যবানই বটে! এর আগে বাংলাদেশের কোনো অধিনায়কের কপালে যা জোটেনি, সেটাই জুটেছে তাঁর কপালে। গতকাল তাঁর অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো খেলেছে সুপার ওভার। তবে সমস্যা হলো, সুপার ওভারে দলকে নেওয়ায় আলাদা কোনো অর্জন বা গর্ব নেই। একটু বাড়তি রোমাঞ্চ হয়তো আছে। যদিও জেতা ম্যাচ সুপার ওভারে নিয়ে যেতে বাধ্য হলে তাতে হতাশাও ভর করতে পারে। মিরাজের কেমন লেগেছে তা অজানা হলেও এটা সত্য যে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এখন আলোচনায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে তাঁর অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছে। যেহেতু অধিনায়ক, তাই ফল নিয়ে কাটাছেঁড়ায় তাঁর নামটাই আগে আসে। বাংলাদেশ কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা কেন হারল, সে উত্তর খুঁজতে গিয়েও মিরাজের পারফরম্যান্স আলোচনায় আসে। সুপার ওভারে এই ম্যাচ...