চ্যাম্পিয়নস লিগে দারুণ ছন্দে আছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের মাঠে তারা জিতেছে ৭–২ ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। সপ্তম মিনিটেই এগিয়ে যায় দলটি। নুনো মেন্ডেসের ক্রসে হেড করে গোল করেন ডিফেন্ডার উইলিয়ান পাচো। ৩৩ মিনিটে লেভারকুসেনের অধিনায়ক রবার্ট আন্ডরিশ প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করলে রেফারি লাল কার্ড দেখান। তবে এর কিছুক্ষণ পরই পিএসজির ইলিয়া জাবারনিয়িও প্রতিপক্ষকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আলেইক্স গার্সিয়া। কিন্তু এরপর ম্যাচ পুরোপুরি পিএসজির দখলে চলে যায়। ৪১ মিনিটে ডিজায়ার দোয়ে দারুণ এক ফিনিশে গোল করেন, এরপর ৪৪ মিনিটে খভিচা কভারাতস্কেলিয়া এবং অতিরিক্ত সময়ে (৪৫+৩ মিনিটে) দোয়ে আবারও গোল করেন। যার ফলে...