চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে পিএসজির বিপক্ষে হারের ধাক্কাটা সামলে নিয়ে আবারও জয়ে ফিরেছে বার্সেলোনা। চোটে জর্জরিত বার্সেলোনা অলিম্পিয়াকোসের বিপক্ষে হোম ম্যাচে রীতিমতো গোল উৎসব করেই জয় পেয়েছে। আর এই গোল উৎসবের ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন চোট কাটিয়ে ফেরা ফারমিন লোপেজ। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে অলিম্পিয়াকোসকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। লোপেজের হ্যাটট্রিক করার ম্যাচে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড। আরেকটি গোল এসছে লামিনে ইয়ামালের পা থেকে। চোটের কারণে রবার্ট লেভানডফস্কি, রাফিনহা, দানি ওলমোরা এই ম্যাচে না থাকলেও ২২ বছর বয়সী লোপেজ এইদিন রেকর্ড গড়েই বার্সাকে জয় এনে দিয়েছেন। বার্সার ইতিহাসে লোপেজই প্রথম স্প্যানিশ ফুটবলার যিনি চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করলেন। বার্সার জার্সিতে এখন পর্যন্ত ৬০০–এর বেশি স্প্যানিশ ফুটবলার খেললেও লোপেজের আগে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক ছিল না কারও। এদিন...