
টিকটক প্ল্যাটফর্মে আবেগপূর্ণ চুম্বনের ভিডিও পোস্ট করার দায়ে আদালত দুই টিকটক সেলিব্রিটিকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন। নাইজেরিয়ায় ঘটনাটি ঘটেছে। সোমবার একটি ম্যাজিস্ট্রেট আদালত হিসবাহ নামে পরিচিত কানোর শরিয়া পুলিশকে নির্দেশনা দেন, ৬০ দিনের মধ্যে ‘অশালীন’ কনটেন্ট পোস্ট করা এই দুই ইনফ্লুয়েন্সারকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। কানো রাজ্যের বিচার বিভাগের মুখপাত্র বাবা-জিবো ইব্রাহিম এএফপিকে বলেন, ম্যাজিস্ট্রেট আদালত হিসবাহকে ওই পুরুষ এবং মহিলাকে বিবাহবন্ধনে আবদ্ধ করার আদেশ দিয়েছেন, কারণ তারা এতটাই গভীরভাবে প্রেমে মগ্ন যে টিকটকে প্রকাশ্যে রোমান্টিক দৃশ্য প্রদর্শন করেছেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রধানত মুসলিম অধ্যুষিত এক ডজন রাজ্যের মধ্যে কানো অন্যতম, যেখানে সাধারণ আইনের পাশাপাশি শরিয়া আইনও কার্যকর রয়েছে। ইদ্রিস মাই উশিরিয়া ও বাসিরা ইয়ার গুদা-এর ঘনিষ্ঠতা ও চুম্বনের ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে কানোর বাসিন্দাদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়। মাই...