বাংলাদেশ তাদের ইতিহাসের প্রথম টাই ম্যাচের দেখা পেয়েছে গত রাতে। এরপর প্রথম সুপার ওভারও খেলেছে। যদিও জয় আসেনি। বরং জন্ম দিয়েছে একাধিক প্রশ্নেরও। তবে এ সবকিছুই হতো না, যদি মূল ম্যাচের শেষ ওভারে সুযোগ কাজে লাগানো যেত। শেষ ওভারে ক্যাচের সুযোগ পেয়ে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। যদিও তা কাজে লাগানো যায়নি। শেষ ওভারে উইন্ডিজের ৫ রান প্রয়োজন ছিল। তখন বোলিং আক্রমণে আসেন সাইফ হাসান। প্রথম দুই বলে ডট দিয়ে পরিস্থিতিটা বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন সাইফ হাসান। এরপর দুই বলে দুই সিঙ্গেলে আবারও লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই বলে প্রয়োজন ছিল তিন রান। তখনই আকিল হোসেইনকে বোল্ড করেন সাইফ। শেষ বলে ৩ প্রয়োজন ছিল। নতুন ব্যাটার খারি পিয়েরে ছক্কা হাঁকাতে গিয়ে বল তুলে দিয়েছিলেন আকাশে। সে ক্যাচটা নিতে পারেননি উইকেটরক্ষক...