গোল নাই, গোল চাই। ভিক্তর ইয়োকেরেসকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল এটিই। মাঠে নিজের উপস্থিতি তিনি জানান দিচ্ছিলেন প্রবলভাবেই। দলে অবদান রাখছিলেন নানাভাবে। কিন্তু একজন স্ট্রাইকার যখন ম্যাচের পর ম্যাচ গোল পান না, প্রশ্নেরা তো ভিড় করতে শুরু করবেই! জোড়া গোল করে প্রশ্নগুলো আপাতত থামিয়ে আর্সেনালের ফরোয়ার্ড বললেন, আরও অনেক গোল করে এই জার্সির সম্মান তিনি রাখতে চান। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুটি গোল করেন ইয়োকেরেস। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের টনের্ডোতে চার গোল করে দারুণ জয় পায় আর্সেনাল। গাব্রিয়েল মাগালিয়াইস ও গাব্রিয়েল মার্তিনেল্লির গোলের পর দুটি গোল করেন ইয়োকেরেস। কেটে যায় তার ৯ ম্যাচের গোলের খরা। অনেক আশা নিয়ে প্রায় সাড়ে ৬ কোটি পাউন্ডে এবার ইয়োকেরেসকে দলে নিয়েছে আর্সেনাল। এখানে এসে তিনি পেয়েছেন ১৪ নম্বর জার্সি, যেটি ক্লাবের...