আমিনুল হক। জাতীয় ফুটবল দলের গোলপোস্টের নিচে এক সময়ের আস্থার নাম, সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক।২০০৩ সালে বাংলাদেশ যে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল, তিনি সেই বিজয়ী দলের উজ্জ্বল নক্ষত্র। ২০১০ সালে তার নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল জিতেছিল সাউথ এশিয়ান গেমসের স্বর্ণপদক। ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৪৭টি ম্যাচ। ক্লাব ফুটবলে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। মাঠের সেই গোলপোস্ট ছেড়ে আমিনুল হক কালক্রমে এখন রাজনীতির ময়দানে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি ক্ষুদে ফুটবলারদের নিয়ে নতুন এক প্রকল্পের দায়িত্ব নিয়েছেন। সারা দেশে ফুটবলকে...