বাহরাইনে অনুষ্ঠিত ম্যাচটিতে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সৌজন্য হিসেবে হাত মেলাতে এগিয়ে গেলে রাঠি তার দিকে তাকিয়ে থাকলেও হাত বাড়াননি। মুহূর্তটি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। যদিও ম্যাচ শেষে উভয় দল প্রচলিত নিয়ম অনুযায়ী হাত মেলান, তবে ভারতের অধিনায়কের এই আচরণকে অনেকেই ‘নীরব প্রতিবাদ’ হিসেবে দেখছেন। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রীড়াঙ্গনে এই দৃশ্য নিয়মিত হয়ে উঠেছে। এর আগে ছেলেদের এশিয়া কাপ এবং মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তান দলের সঙ্গে হাত মেলানো থেকে বিরত ছিলেন। এশিয়া কাপে তো এ নিয়ে তুলকালাম হয়েছে। জন্মলগ্ন থেকেই দুই দেশের রাজনৈতিক বৈরিতা চলে আসছে। তবে বছরের শুরুতে কাশ্মীরের পেহেলগাম হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এশিয়ান ইউথ...