প্রতিদিনই নানা জাতের এসব পাখি দেখতে ভিড় করছেন পাখিপ্রেমীরা। আর পাখির এমন মনোমুগ্ধকর দৃশ্য যেন মন কাড়ছে পাখিপ্রেমীদের। শহর বা দূর-দূরান্ত থেকে অনেকে আসছেন এসব পাখি দেখতে। পাখি দেখে মুগ্ধ হচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। তবে পাখির মলমূত্র নিয়ে বিড়ম্বনায় পড়ছেন দর্শনার্থীরা। রাজবাড়ির প্রবেশ পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় পাখির মলমূত্রে শরীর বা কাপড় নষ্ট হচ্ছে প্রতিদিন। এসব এড়াতে কেউ দিচ্ছেন দৌড়, কেউ বা অটোরিকশা ভাড়া করছেন আবার অনেক দর্শনার্থী ছাতা নিয়ে প্রবেশ করছেন রাজবাড়িতে। পাখির মলমূত্রে দুর্গন্ধ আর চলাফেরায় ভোগান্তি জেনেও ছুটে আসছেন তারা পাখি দেখতে। স্থানীয়দের দাবি, পাখি আছে এবং থাকবে, তবে পাখির আবাসস্থল এলাকায় চলাচলকারী সড়কে এ সময়টিতে পাখির মলমূত্র থেকে রক্ষায় সেড বা ছাউনি নির্মাণসহ প্রতিকার চান তারা। রাজবাড়ির আশপাশের মানুষজন জানান, পাখিদের...