এবার আট দফা দাবি নিয়ে মাঠে নামছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তারই অংশ হিসেবে শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিল করবে দলটি। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ আট দফা দাবিতে ২৪ অক্টোবর ঢাকা সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢেলে সাজানো, সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ, দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে...