অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টায় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। এর আগে মঙ্গলবার বিকেলে একই স্থানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল। দুপুরে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর প্রতিনিধিদল বিএনপির সঙ্গে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী...