চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবারের রাতটা ছিল গোলের উৎসব। নয়টি ম্যাচে হয়েছে ৪৩ গোল। এর মধ্যে সবচেয়ে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। জার্মানির মাটিতে বায়ার লেভারকুসেনকে ৭–২ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এদিন বার্সেলোনা ও পিএসভি আইন্দহোভেন ছয় গোল করে জয় পেয়েছে। আর্সেনাল ৪–০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। আর ম্যানচেস্টার সিটি ২–০ গোলে জিতেছে ভিয়ারিয়ালের মাঠে। লেভারকুসেনের বিপক্ষে পিএসজির হয়ে দুর্দান্ত খেলেছেন দেজিরে দুয়ে। তিনি দুটি গোল করেন। এছাড়া গোল করেন উইলিয়ান পাচো, খভিচা কভারাতস্কেলিয়া, নুনো মেন্ডেস, ওসমান দেম্বেলে ও ভিতিনিয়া। লেভারকুসেনের হয়ে দুটি গোল করেন আলেইক্স গার্সিয়া। প্রথমার্ধেই দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন—রবার্ট আন্দরিখ ও ইলিয়া জাবারনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নুনো মেন্ডেস গোল করে ব্যবধান বাড়ান। এরপর দেম্বেলে ফিরলেন গোল দিয়েই। ব্যালন ডি’অর জয়ের পর এটিই ছিল...