সুপার ওভারে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে না নামানোর রহস্য ভেদ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। এক রানের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া আকিল হোসেন জানান, সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে না দেখে অবাকই হয়েছেন তারা।বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে আকিলের ৬ বল থেকে ১৬ রান নেন রিশাদ। বাংলাদেশ দলের ব্যাটাররা যে উইকেটে রানের জন্য রীতিমতো সংগ্রাম করেন, সেখানে রিশাদ খেলেন ১৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস।সুপার ওভারে যখন ১১ রান দরকার, সেই রিশাদকে ব্যাটিংয়েই নামায়নি বাংলাদেশ। এমনকি সৌম্য সরকারের আউটের পরও না। যেখানে বোলিংয়ে ছিলেন আকিল নিজেই। সুপার ওভারে রিশাদকে না দেখে তাই অবাকই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।এ প্রসঙ্গে আকিল বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছিলাম। যে ব্যাটার এই ম্যাচে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক খেলল, ১৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিল তাকেই সুপার ওভারের...