
বুধবার (২০ অক্টোবর) ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর আজ মঙ্গলবার বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সোনার দাম ২ শতাংশের বেশি কমে। রয়টার্সের খবর অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেলে সোনার দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৫৬ ডলার ১৯ সেন্টে নেমে আসে। বুধবার (২০ অক্টোবর) এটি সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলার ২১ সেন্টে পৌঁছেছিল। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনা ফিউচারও ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬৯ ডলার ৬০ সেন্টে লেনদেন হয়। উইজডমট্রির পণ্যবিশেষজ্ঞ নিতেশ শাহ বলেন, সোনার দাম আরও বাড়তে পারে, তবে দাম বাড়ার গতি এখন অনেক দ্রুত। ফলে নতুন উচ্চতা ছোঁয়ার পরপরই স্বাভাবিকভাবেই কিছুটা সংশোধন আসছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত সোনা ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশায়...