ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে মাঠে নেমে সহজ এক জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। সুপার ওভারে ১ রানে হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রিশাদকে কেনো পাঠানো হলো না সুপার ওভারে। সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তর এসেছে সৌম্য সরকারের কাছে থেকে। তিনিও দায়টা দিয়েছেন অধিনায়ক ও কোচের ঘাড়েই। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজেকে ১০ রানে আটকে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের সামনে বোলিংয়ে আসেন স্পিনার আকিল হোসাইন। যেখানে ৯ বলের সুপার ওভার থেকে ১১ রান নিতে পারেনি বাংলাদেশ। আকিলের চতুর্থ বলে ক্যাচ দিয়ে সৌম্য ফিরে আসেন ৩ বলে মাত্র ৩ রান করে। সৌম্য ফেরার পরে নাজমুল হোসেন শান্ত উইকেটে এসে এক বল খেলে ব্যাট-বলে সংযোগ করতে পারেননি। আরেক ব্যাটার সাইফ হাসান করেছেন ২ রান। তিনজন...