ফুটবল ইতিহাসের দুই আর্জেন্টাইন মহাতারকা ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি শেষবার মুখোমুখি হয়েছিলেন ২০১৭ সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে, লন্ডনের লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে। সেটিই ছিল তাদের শেষ দেখা, শেষ কথোপকথন। তাদের সেই আলাপচারিতায় ফুটে উঠেছিল একে অপরের প্রতি শ্রদ্ধা, স্নেহ আর আবেগ। সেই রাতে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু আর্জেন্টিনার মানুষের চোখ ছিল মেসি-ম্যারাডোনার সাক্ষাত ঘিরে। অনুষ্ঠান শুরুর আগে হঠাৎই দেখা হয় তাদের। ডিয়েগো এগিয়ে এসে মেসিকে বলেছিলেন, ‘তুমি জান, আমি তোমাকে খুব ভালোবাসি। চারপাশের বাজে কথাগুলোর দিকে মন দিও না।’ মেসিও হাসিমুখে জবাব দেন, ‘সব ঠিক আছে, ডিয়েগো।’ দুজনের আলিঙ্গনে যেন মিলেমিশে গিয়েছিল প্রজন্মের ব্যবধানও। ম্যারাডোনা সেই সময় বলেছিলেন, তিনি শুধু মেসিকে শুভকামনা জানাতে চেয়েছিলেন— বিশেষ করে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য। যদিও সেই বিশ্বকাপ আর্জেন্টিনার...