বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। তবে সম্প্রতি দেশটিতে বর্তমানে অর্থনৈতিক মন্দা, অবিরাম মূল্যস্ফীতি আর স্থবির মজুরির সাথে লড়াই করছে অনেক পরিবার। এ ছাড়া জাপানের নিম্ন জন্মহারের পাশাপাশি ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সমস্যা বেড়েই চলেছে। এই যখন পরিস্থিতি তখন দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন একজন নারী। বলছি জাপানের লৌহ মনাবী হিসেবে পরিচিত ‘সানায়ে তাকাইচি’র কথা। যাকে ‘কট্টর রক্ষণশীল’ বলেও অভিহীত করা হচ্ছে। সানায়ে তাকাইচি ছিলেন টিভি উপস্থাপিকা। এরপর একটি হেভি মেটাল ব্যান্ডের ড্রামার হিসেবে কাজ করেছেন তিনি। জাপানের সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হবে সানায়ে তাকাইচিকে।আরো পড়ুন:সকালে পান করার জন্য সবুজ চা নাকি লাল চা ভালো?মুসলিম বিজ্ঞানী আল জাহরাউয়ি সম্পর্কে এই তথ্যগুলো জানতেন মুসলিম বিজ্ঞানী আল জাহরাউয়ি সম্পর্কে এই তথ্যগুলো জানতেন রাজনৈতিক অনুপ্রেরণা পান ১৯৮০-এর দশকে, যখন যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য...