দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা আরও ঘণীভূত হয়ে আজ সন্ধ্যায় নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার এর গতিপথ বোঝা যাবে। এর প্রভাবে, ২৪ অক্টোবর থেকে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসের মধ্যে আরেকটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বছর বর্ষা বিদায় নিলো ১৪ অক্টোবর। এরপর থেকেই আবহাওয়া শুষ্ক হচ্ছে। বর্ষার পর সাধারণত আবহাওয়া পরিবর্তন হয়। তাই এই সময় বঙ্গোপসাগরেও সৃষ্টি হয় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়। এ বছরও দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। যা শ্রীলঙ্কার কাছে হওয়ায় আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের তামিলনাডু উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ খন্দকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্র– এসব অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম...