২২ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১০:০৮ এএম আসন্ন নির্বাচন পরবর্তী সরকার গঠনের জন্য বিএনপিকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন ৩৯ দশমিক ১ শতাংশ মানুষ। অন্যদিকে, ২৮ দশমিক ১ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন। ইনোভিশন কনসালটিং-এর পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে’র দ্বিতীয় দফার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় আর্কাইভস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে ১০,৪১৩ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ এবং ৩০.৫ শতাংশ শহরের বাসিন্দা। দেশের ৬৪টি জেলার ৫২১টি স্থান থেকে তথ্য সংগ্রহ করা হয়। ইনোভিশন কনসালটিং-এর ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান গবেষক মো. রুবাইয়াত সরওয়ার এই ফলাফল তুলে ধরেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ...