উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার দিবাগত রাতে বায়ার লেভারকুসেনের মাঠে যেন রীতিমতো এক তাণ্ডব দেখল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি। প্রথমার্ধেই ঝড় তুলে মাত্র সাত মিনিটের ব্যবধানে তিনটি গোল করে গুঁড়িয়ে দেয় স্বাগতিকদের। আর শেষ পর্যন্ত ৭-২ ব্যবধানে দাপুটে জয় তুলে নেয় ফরাসি জায়ান্টরা। ম্যাচের প্রায় এক ঘণ্টা দুই দলই ১০ জন নিয়ে খেলেছে। তবুও পিএসজির আগ্রাসন থামেনি এক মুহূর্তও। পিএসজির হয়ে জোড়া গোল করেছেন তরুণ তারকা দেজিরে দুয়ে। এ জয়ে তারা টানা ছয় ম্যাচ জয়ের ক্লাব রেকর্ড ছুঁয়েছে এবং তিন ম্যাচ শেষে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে শীর্ষে অবস্থান করছে। ইনজুরি থেকে ফেরা ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ফিরলেন রূপকথার মতো এক পারফরম্যান্সে। নেমেই গোল পেলেন, করলেন মাঠ মাতানো এক কামব্যাক। পিএসজি ভেঙে দিল লেভারকুসেনের ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের...