২২ অক্টোবর ২০২৫, ১০:১১ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১০:১২ এএম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তা সৃষ্টির উদ্দেশ্যে ২ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করেছিলেন। এই উদ্যোগের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন উদ্যোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগত গোষ্ঠীর উদ্যোক্তা, নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জিয়াউর রহমানের এই উদ্যোগের ফলে পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। যারা জাতীয়তাবাদে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে নিবেদিত—তারা এমন উদ্যোগ নিতেন। ফখরুল আরও বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ ও কম সুদে ঋণ সুবিধা প্রদানের...