আইআরআই প্রি ইলেকশন মিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বৈঠকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বুধবার (২১ অক্টোবর) রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের প্রতিনিধিদলে আরও ছিলেন দলের আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন ও ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া। বৈঠক শেষে সাংবাদিকদের রাশেদ খাঁন বলেন, আইআরআইয়ের পক্ষ থেকে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি, গণঅধিকার পরিষদ ৫০ আসনে প্রার্থী ঘোষণা করেছে, এই মাসের মধ্যে আরও ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আরও পড়ুনজামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে নাদলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির তিনি বলেন, আইআরআই প্রি ইলেকশন মিশনের পক্ষ থেকে...