বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করেছিলেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগত গোষ্ঠীর উদ্যোক্তা, নেতা ও কর্মীদের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের এমন উদ্যোগের ফলে পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা সত্যিই জনগণের কল্যাণ, দেশের কল্যাণ এবং বিভিন্ন সম্প্রদায়ের কল্যাণ চায়, তারাই এমন উদ্যোগ নেয়। তিনি আরও বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ ও কম সুদে ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। বিএনপি সর্বদা ক্ষুদ্র জাতি গোষ্ঠীর পাশে থাকবে জানিয়ে দলের...